বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

Eid away from home


We celebrated Eid-ul-Fitr here in the U.S. yesterday. We cooked special food, talked to our families back home and watched TV at night. It was not a day too different from a regular day except for my husband went to the mosque for his Eid prayer and took the day off.

But Eid in Bangladesh used to be so different. We would visit and call relatives and friends, watch special Eid programs on TV, eat loads of good food and collect salami/eidi (a monetary Eid gift from relatives older than you).

Here, Eid comes and goes by and in some years, we don't feel that it really came. Sometimes I wish I lived in a mega-city like NYC or Chicago, where you can feel the festivities around the occasion. We thought we would visit NYC this time, but changed our minds later... perhaps, we will visit NYC next year, when my daughter will be almost three.

We did not cook much this time around - saffron polao/pilaf, chicken roast and a salad followed by firni, a traditional rice custard cooked with milk and garnished with nuts and raisins.

Bangladesh is celebrating Eid-ul-Fitr as I am writing this blog. I don't want to call home right now because it will make me miss home even more.

Those who are celebrating the occasion - May this Eid bring you love, joy, peace and prosperity!








Comments

Popular posts from this blog

A personal journey through the captivating landscape of Bengali literature

Cashmere: Soft, luxurious, sought-after

January Blues